Brest Tumour এর কারণ ?

হোমিওপ্যাথিক চিকিৎসায় Brest Tumour বা Cancer এর কারণ হিসেবে মায়াজমকেই চিহ্নিত করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে সাইকোসিস ও টিউবারকুলোসিস মায়াজম ও সক্রিয় থাকতে পারে। এছাড়া পারিবারিক বা বংশগত ইতিহাসে কারও ক্যান্সার হয়ে থাকলে ওই মায়াজমটি Brest Cancer-এর ঝুঁকিটা আরও বাড়িয়ে দেয়। বর্তমানে ডিজিটাল বিজ্ঞান এখনো স্তনের টিউমার বা ক্যান্সার জাতীয় টিউমারের কারণ খুঁজে বের করতে পারেনি। তবে কিছু নির্দিষ্ট কারণকে চিকিৎসা বিজ্ঞানীরা Brest Tumour-এর কারণ বলে চিহ্নিত করেছেন যেমন_ * কোনো আঘাতজনিত কারণে স্তনের Tissue বা কোষ নষ্ট হয়ে গেলে * অনেক বেশি বয়সে প্রথমে গর্ভধারণ * বাচ্চাকে যদি স্তনের দুধ পান করানো না হয় * যেসব পরিবারে ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সারের ইতিহাস পাওয়া যায় * ইস্টোজেন ও প্রজেস্টোরেন হরমোনের আনুপাতিক বৈষম্য তেজষ্ক্রিয় আয়নের প্রভাবের কারণে * মাসিক হচ্ছে একটি বড় কারণ। কম বয়সে মাসিক হওয়া এবং বেশি বয়সে বন্ধ হয়। * এছাড়া রেডিয়েশনের প্রভাবেও টিউমার ও ক্যান্সার হতে পারে। হোমিওপ্যাথিক চিকিৎসায় আধুনিক ও অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে কোনো ধরনের অস্ত্রোপচার ও কষ্টকর থেরাপি ছাড়াই সুস্থতা লাভ করা সম্ভব। রোগীর লক্ষণগুলো সংগ্রহ করে নিম্নলিখিত ওষুধের প্রতি বিশেষ দৃষ্টি দিয়ে ব্রেস্ট টিউমার ও জরায়ু টিউমারের চিকিৎসাসেবা প্রদান করলে ভালো ফলাফল আশা করা যায়। যেমন_ Ars Alb, Bell, C Carb, Bellis P, Cal P, Aurm mur nat, Lapis A, Kali iod, Platina, Thuja, Carsinosin ইত্যাদি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আগেই বলে রাখছি এটা কোন ব্ল্যাক ম্যাজিক নয়

যৌন উত্তেজনা বৃদ্ধির সফল টিপস

পাইলস বা অর্শ্ব রোগ নিরাময়ে হোমিওপ্যাথিক