পোস্টগুলি

জানুয়ারী ৫, ২০১৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মাসিকের সময় তলপেটে ব্যথা – কী করণীয়?

ছবি
মাসিকের সময় তলপেটে ব্যথা – কী করণীয়? মাসিকের সময় তলপেটে ব্যথা আমাদের দেশে একটা কমন ব্যাপার। কিন্তু একটু সচেতন হলেই এই ব্যথা এড়িয়ে চলা যায়। কোন বোতলে গরম পানি ভরে বা কাপড় গরম করে তলপেটে ২০/২৫ মিনিট ছ্যাক লাগাতে হবে। এটা সপ্তাহে টানা ৩/৪ দিন করে করতে হবে। এতে ধীরে ধীরে মাসিকের সময় ব্যাথা কমে যাবে। এছাড়া আরেকটা পদ্ধতি আছে- সিজ বাথ। আর ঔষধ নিতে বা আরো জান্তে কল করুন ০১৯৩০৯০৭৭০ বারবার মুখে ঘা অবহেলা নয় মুখের ভেতরের ঝিল্লি আবরণ বা মিউকাস মেমব্রেন কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে মুখে ঘা দেখা দেয়। বেশির ভাগ ক্ষেত্রেই এটি মারাত্মক রোগ নয়।