নারীদের যৌন অনীহার কারণ, লক্ষন, প্রতিকার ও হোমিওপ্যাথি চিকিত্সা

নারীদেরও কি ' যৌন দুর্বলতা ' হয়ে থাকে ? হ্যাঁ , যৌন আকাঙ্খা কম থাকাকেই নারীদের ক্ষেত্রে "ফিমেল সেক্সুয়াল এ্যরুসাল ডিজওর্ডার" বা যৌন দুর্বলতা বলা হয়ে থাকে । কিন্তু বেশিরভাগ নারীর ক্ষেত্রেই এটা খুবই ক্ষনস্থায়ী ব্যাপার । তাই হয়ত আমাদের সমাজের পুরুষদের মত যৌন দুর্বলতার সমস্যা নিয়ে ডাক্তারের কাছে নারীদের যেতে ততটা দেখা যায় না । অনেক নারী আপনা থেকেই এ সমস্যা কাটিয়ে উঠতে পারেন । কন্তু যারা পারেন না তাদের অবশ্যই অভিজ্ঞ একজন হোমিওপ্যাথের সাথে পরামর্শ করা উচিত । কারণ এর পেছনে হয়ত অন্য কোন কারণও থাকতে পারে । তবে এই যৌন অনীহার বিষয়টি পুরুষের ক্ষেত্রে বিরল কিন্তু নারীর ক্ষেত্রে সচরাচর । নারীর যৌন অনীহা শাররীক কিংবা মনস্তাস্তিক উভয় কিংবা যেকোন একটি কারনে হতে পারে । নারীর যৌন অনীহার শারীরিক কারনগুলি :- ডায়াবেটিস জাতীয় রোগ দেখা যায় । রক্ত স্বল্পতা , যা নারীদের মাসিক ঋজচক্রকালীন রক্তে আয়রনের হার হ্রাস পাওয়া থেকে প্রকট হয় । মাদাকাসক্তি মদ্যপানে আসক্তি কিছু অ্যালোপ্যাথি ঔষধের পা...