কখন স্তন পরীক্ষা করতে হবে?

কখন স্তন পরীক্ষা করতে হবে? কুড়ি বছর বয়সের পর থেকেই প্রতিটি মেয়ের সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করা উচিত। বিশেষত যাদের বংশে মা, দাদী, নানী, খালা কারোর স্তন ক্যান্সারের ইতিহাস আছে। মাসিক ঋতু শেষ হলে প্রতি মাসেই স্তন পরীক্ষা করতে হয়। আর যাদের মেনোপজ হয়ে গেছে অর্থাৎ ঋতু থেমে গেছে তারা প্রতি মাসের একটি নির্দিষ্ট তারিখে সেল্ফ ব্রেস্ট এক্সামিনেশন করবেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আগেই বলে রাখছি এটা কোন ব্ল্যাক ম্যাজিক নয়

যৌন উত্তেজনা বৃদ্ধির সফল টিপস

সিফিলিস রোগের লক্ষণ, কারণ, প্রতিকার এবং কার্যকর চিকিত্সা