সরিষার তেলে কি হয়?*রাত্রে শোবার সময় নাভিতে তৈল লাগালে গালে ঘা হবে না। *স্নানের সময় নাকে তৈল ব্যাবহার করলে অল্পদিনে পলিপাস সেরে যায় ও নতুন করে হয় না। *প্রত্যহ কানে স্নানের সময় তৈল ব্যবহার করলে কানের কোন ব্যাধি হবে না। *চোখের কোনে তৈল ব্যবহার করলে চোখের কোন রোগ হবে না *তৈলের সাথে লবন মিশায়ে দাত মাজলে দাতের এনামেল ভালো থাকে ও পরিস্কার হয়। *ভাল তৈল বুকে মালিশ করলে যক্ষা হবে না। *তৈল মেদ নাশক,শির রোগে ও কর্ন রোগে ব্যবহার করা চলে। *৫ ফোটা তৈল মধুর সাথে সেবনে কৃমি নষ্ঠ হবে। *অল্প গরম তৈল বুকে মালিশ করিলে কাশি তরল হয়। *তৈলের সাথে কর্পূর মিশায়ে মাখলে চুলকানি ভালো হয়। *তৈল একটু গরম করে লাগালে ব্রন কমে যায়। *অর্শের রোগিদের স্নানের পূর্বে মলদ্বারে তৈল ব্যবহার করলে ভালো হয়। *ঘাড়ের বেদনা তৈলের সাথে হোমিও রাসটক্র মাদার মিশায়ে মালিশ করলে উপকার পাওয়া যায়।


  1. *রাত্রে শোবার সময় নাভিতে তৈল লাগালে গালে ঘা হবে না।
  2. *স্নানের সময় নাকে তৈল ব্যাবহার করলে অল্পদিনে পলিপাস সেরে যায় ও নতুন করে হয় না।
  3. *প্রত্যহ কানে স্নানের সময় তৈল ব্যবহার করলে কানের কোন ব্যাধি হবে না।
  4. *চোখের কোনে তৈল ব্যবহার করলে চোখের কোন রোগ হবে না
  5. *তৈলের সাথে লবন মিশায়ে দাত মাজলে দাতের এনামেল ভালো থাকে ও পরিস্কার হয়।
  6. *ভাল তৈল বুকে মালিশ করলে যক্ষা হবে না।
  7. *তৈল মেদ নাশক,শির রোগে ও কর্ন রোগে ব্যবহার করা চলে।
  8. *৫ ফোটা তৈল মধুর সাথে সেবনে কৃমি নষ্ঠ হবে।
  9. *অল্প গরম তৈল বুকে মালিশ করিলে কাশি তরল হয়।
  10. *তৈলের সাথে কর্পূর মিশায়ে মাখলে চুলকানি ভালো হয়।
  11. *তৈল একটু গরম করে লাগালে ব্রন কমে যায়।
  12. *অর্শের রোগিদের স্নানের পূর্বে মলদ্বারে তৈল ব্যবহার করলে ভালো হয়।
  13. *ঘাড়ের বেদনা তৈলের সাথে হোমিও রাসটক্র মাদার মিশায়ে মালিশ করলে উপকার পাওয়া যায়। 
  14.  আরো জানতে কল করুণ ০১৯৩০৭৯০৭৭০

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ