সিফিলিস হল একধরনের যৌণ-বাহিত সঙ্ক্রমন এর মূলে আছে একধরনের ব্যাক্টেরিয়া যার নাম হল Treponema pallidum । সিফিলিস এক মানুষ থেকে অন্য মানুষের সংক্রমন হয় সেক্স করবার সময় । যদি কারও সিফিলিস ফুশকুড়ি থাকে তবে তার সাথে শারিরিক স্পরশ হলেও সিফিলিস হতে পারে । রক্ত আদান-প্রদান এর মাধ্যমেও সিফিলিস হতে পারে । একজন গর্ভবতী মহিলার সন্তানও সিফিলিস এ আংক্রান্ত হতে পারে । একে বলা হয় জন্মগত সিফিলিস । যেভাবে ছড়ায় :- আক্রান্ত ব্যাক্তির সাথে অনিরাপদ যৌনমিলনে রোগাক্রান্ত ব্যাক্তির রক্ত শরীরে গ্রহন করলে আক্রান্ত মা যে শিশুর জন্ম দেয় যেই শিশু আক্রান্ত ব্যাক্তির সাথে অনেকক্ষণ শারীরিক সংস্পর্শে থাকলে আক্রান্ত ব্যাক্তির সাথে অনেকক্ষণ চুমু খেলে আক্রান্ত মায়ের দুধ পান করলে মনে রাখবেন , এই রোগ কখনই খাওয়ার পাত্র , চামচ , গামছা বা টাওয়েল , ন্যাপকিন , সুইমিং পুল , বাথটাব , কিংবা ব্যবহৃত জামাকাপড় দিয়ে ছড়ায় না । রোগের সুপ্তিকাল :- নয় থেকে নব্বই দিন পর্যন্ত হতে পারে । অর্থা ৎ জীবাণু দেহে প্রবেশে পর রোগের প্রাথমিক উপসর্গ দেখা দিতে উপরেলি্লখিত সময়ের প্...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন