সাইনোসাইটিসের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত



সাইনোসাইটিসের সাথে আমরা কম বেশি সবাই পরিচিতএটা হল নাক, কান ও গলা বিভাগের একটা রোগ  নাক, কান ও গলা এ তিনটি অংশের যে কোনো একটি অথবা একত্রে তিনটিই রোগাক্রান্ত হতে পারেকোনো মানুষের রক্তের Esonophil এবং Serum IGE-এর পরিমাণ বাড়তে থাকলে এমনিতেই ঠাণ্ডা, হাচি, সর্দি লেগে যায় এক পর্যায়ে নাকের ভেতরের মাংস ও টনসিল বৃদ্ধি হয় এবং সব শৈ্লষ্মিক ঝিলি্লগুলোতে অ্যালার্জিক প্রদাহ সৃষ্টি হয় 
নাকের মাঝে ও কপালের চামড়ার নিচে ৮টি কুঠুরি/স্তর থাকেএই কুঠুরিগুলোকে বলা হয় সাইনাসCold Alargy কারণে এই সাইনাসগুলোতে প্রদাহের সৃষ্টি ও ইনফেকশন হয়এই প্রদাহ ও ইনফেকশনজনিত সমস্যাকে সাইনোসাইটিস বলে 
সাইনাস সাধারণত চার প্রকারযথা- Maxylary, Frontal, IIhmoedal and Sphenedal সাধারণত Maxylary and Frontal সাইনাসে ইনফেকশন হয়মাথার খুলির মধ্যে যে সাইনাস থাকে সেগুলোর বিশেষ ধরনের কাজ রয়েছেএসব সাইনাস মাথার মধ্যে অবস্থিত বাতাসকে উষ্ণ ও আর্দ্র বায়ুতে কাজ করে মাথাকে হালকা রাখে ও খুলির বিভিন্ন অঙ্গকে বিভিন্ন সমস্যা থেকে রক্ষা করে 

সাইনাসাটিস দুই ধরনের হয়একটি Acute (নতুন) অর্থা তীব্র প্রদাহযুক্ত সাইনাস অন্যটি Cronic (পুরনো)এটি দীর্ঘদিনের, এর প্রদাহটা সাধারণত আস্তে আস্তে হয়সাইনোসাইটিস সাধারণত ঠাণ্ডা ও ভেজা স্যাঁতসেঁতে পরিবেশ ও ধুলাবালি ধোয়াযুক্ত পরিবেশে বেশি দেখা যায়বিভিন্ন কারণে সাইনোসাইটিস হতে পারেযেমন : নাকের ইনফেকশন, নাকের ভেতর ঝিলি্লর প্রদাহ, নাকের মাংস বাড়া, ব্যাকটেরিয়াজনিত কারণ, যেমন : Hemofitus, Steptococus and Club sela ইত্যাদিএছাড়া দূষিত পানি ব্যবহারেও সাইনোসাইটিস হতে পারে 
সাইনোসাইটিসের কারণে নাকের পলিপাস (নাকে মাংস ও বাড়া DNS) ও নাকের হাড় বাড়েসাধারণত সাইনোসাইটিসে আক্রান্ত বেশিরভাগ রোগীরই নাকের ভেতর মাংস বাড়ে সাধারণত অ্যালোপ্যাথিতে অপারেশন ও সিরিঞ্জ দ্বারা পানি ঢুকিয়ে ওয়াসের মাধ্যমে সাইনোসাইটিসের চিকিসা দিয়ে থাকেনএক্ষেত্রে দেখা যায়, বছরে কমপক্ষে দুইবার এ ধরনের ওয়াসের মতো কষ্টকর ট্রিটমেন্ট নিতে হয়এটি রোগীর জন্য দীর্ঘ সময় ও ব্যয়সাপেক্ষ চিকিসাহোমিওপ্যাথি চিকিসায় প্রথমে লক্ষণ অনুযায়ী এলার্জির ওপর চিকিসা দিয়ে অল্প কয়েক মাসের চিকিসায় সাইনোসাইটিসের তীব্র কষ্টকর পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া সম্ভবতাই অযথা কষ্ট না করে আপনার হোমিওপ্যাথের সাথে কথা বলুন 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আগেই বলে রাখছি এটা কোন ব্ল্যাক ম্যাজিক নয়

যৌন উত্তেজনা বৃদ্ধির সফল টিপস

সিফিলিস রোগের লক্ষণ, কারণ, প্রতিকার এবং কার্যকর চিকিত্সা