কিছু গোপন কথা:

কিছু গোপন কথা: ত্বককে নরম এবং চকচকে করতে, ৫০ মিঃ গ্রাঃ টমেটো রসের সাথে এক টেবিল চামচ লেবুর রস মিলিয়ে মুখে, গলায় ও ঘাড়ে লাগিয়ে ৫-৭ মিনিট পর ধুয়ে ফেলুন। বেসন, দই, লেবুর রস ও হলুদ একসাথে মিলিয়ে প্রতি সপ্তাহে তিনবার ব্যবহার করত ত্বক ফর্সা হয়। চন্দন, গোলাপ জল ও মুলতানী মাটি একসাথে মিলিয়ে ব্যবহারে ত্বক ফর্সা হয়। ঘাড় ফর্সা করতে সম পরিমাণে লেবুর রস, মধু ও চিনি একসাথে মিলিয়ে ব্যবহার করে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। ঠোঁটের যত্ন: শীতে ঠোঁট ফাটার প্রবণতা দেখা যায়। এ সময় ঠোঁট কখনও জিভ দিয়ে ভেজাবেন না। এতে আরও শুষ্ক হয়ে পড়বে। ঠোঁট নরম করতে সর্বদা লিপ বাম ব্যবহার করুন। ফেটে গেলে ঠোঁটে মাখন লাগিয়ে কিছুক্ষণ পর নরম ও ভেজা কাপড় দিয়ে ঘষে মরা চামড়া তুলে ফেলুন। তারপর মধু ও গিল্গসারিন লাগান। কুসুম গরম পানিতে পরিষ্কার একটি কাপড় ভিজিয়ে নিয়ে ঠোঁটে হালকা করে ৩-৪ বার চাপ দিন। তারপর ভেসলিন বা গ্লিসারিন পাতলা করে লাগিয়ে নিন। ভালো কোনো চ্যাপস্টিক ও দিনে তিন-চারবার লাগাতে পারেন। কমলার রস মেখে কিছুক্ষণ রাখতে পারেন। অথবা গোলাপের পাপড়ির সঙ্গে দুধের সর মিশিয়ে ঠোঁটে মাখাতে পারেন। দাগ তো কমবেই, ঠোঁট নরমও থাকবে। ঠোঁট নরম রাখতে কোকো বাটারযুক্ত লিপবাম ব্যবহার করতে পারেন।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ