চোখের নিচে দাগ:

চোখের নিচে দাগ: অনেকেই প্রশ্ন করেন_ চোখের নিচের কালো দাগের আসলেই কোনো চিকিৎসা আছে কি-না। এটা অত্যন্ত কঠিন একটি প্রশ্ন। আর এ প্রশ্নের উত্তর জানাতেই লিখেছেন মাহমুদুল্লা তারেক সুন্দর দুটি চোখ যেন প্রশান্তির আশ্রয়। চোখের সৌন্দর্য মুখের ওপর বিরাট একটা প্রভাব ফেলে। তাই তো অনেকে সৌন্দর্যের বর্ণনায় চোখের সৌন্দর্যকেই টেনে আনেন সবার আগে। কিন্তু সেই সুন্দর দুটি চোখের নিচে যদি দেখা যায় কালো দাগ বা আন্ডার আই ডার্ক সার্কেল তাহলে পুরো সৌন্দর্যেই ভাটা পড়ে যায়। আজকাল সব বয়সের তরুণ-তরুণী থেকে শুরু করে অনেক মধ্যবয়স্ক নারী-পুরুষের চোখের নিচেও কালো দাগ দেখা যায়। পুরো মুখটি অসম্ভব সুন্দর অথচ চোখের নিচে কালো দাগ_ এটা অনেকেই মানতে পারেন না। ছুটে যান কোনো স্কিন বিশেষজ্ঞ বা বিউটিশিয়ানের কাছে। অনেকে আবার প্রশ্ন করেন, চোখের নিচের কালো দাগের আসলেই কোনো চিকিৎসা আছে কি-না। এটি অত্যন্ত কঠিন এক প্রশ্ন। আর এ প্রশ্নের জবাব খুঁজতেই আমরা শরণাপন্ন হয়েছিলাম রেড-এর বিউটি এক্সপার্ট আফরোজা কামালের। তিনি জানালেন, ডার্ক সার্কেলটা আমরা কমবেশি সবারই দেখতে পাই। আর এটা আসার সুনির্দিষ্ট কিছু কারণ রয়েছে, যেমন_ কারও যদি ঘুম কম হয়, যদি টেনশন বেশি করেন, কম্পিউটারের সামনে দীর্ঘ সময় বসে কাজ করেন এবং পানি কম খান তাহলে ডার্ক সার্কেলটা চলে আসে। আর আমরা যখন কারও চোখে ডার্ক সার্কেলটা দেখতে পাই তাহলে আমরা ধরে নিই যে সে কোনো না কোনো অনিয়ম করছেই। তবে এ ছাড়াও ব্যতিক্রম কিছু আছে, যেমন_ কারও ফ্যামিলিগতভাবেই এটি হয়ে থাকে। হরমোনাল সমস্যা থেকেই তারা এটি ক্যারি করছেন। সুতরাং তাদের ক্ষেত্রে আসলে কোনো ট্রিটমেন্টই এটি ঠিক করতে পারে না। যেহেতু এটি জন্মগতভাবে হয় তাই একে একেবারে রিমুভ করা যায় না। তবে আমরা যদি কিছু নিয়মকানুন মেনে চলি ও কিছু ট্রিটমেন্ট নিই তাহলে তা কিছুটা কমে আসবে আর দেখতে ভালোই লাগবে। অত বেশি ডার্ক সার্কেল দেখা যাবে না। এটা দূর করার যে নিয়মগুলো রয়েছে তা হচ্ছে, যদি আপনি পার্লারে গিয়ে ট্রিটমেন্ট নিতে চান তাহলে প্রতিটি পার্লারেই ডার্ক সার্কেল দূর করার জন্য এক ধরনের মেশিন ব্যবহার করা হয়। আপনি চাইলে মেশিনের মাধ্যমে ডার্ক সার্কেল দূর করতে পারেন। আর কেউ যদি ঘরে বসে এটা দূর করতে চান তাহলে আলু ঘষতে পারেন বা আলুর রস লাগাতে পারেন। একবার শুকিয়ে যাওয়ার পর আরেকবার লাগান। তারপর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। আর যা করতে পারেন তা হলো, আলুর সঙ্গে শসা গ্রেট করে চোখে লাগিয়ে রাখুন বিশ মিনিট করে। কারও যদি খুব বেশি ডার্ক সার্কেল দেখা যায় তাহলে প্রতিদিন রিলাক্স করার সময় বিশ মিনিট করে লাগিয়ে রাখুন। তাহলে চোখের নিচের কালো দাগ বা ডার্ক সার্কেলটা পারমানেন্টলি চলে যাবে। আর যাদের পারমানেন্টলি যাওয়ার কোনো সম্ভাবনা নেই মানে যাদের ফ্যামিলিগতভাবে এটা আছে তাদের ক্ষেত্রে এটা অনেকটা হালকা বা লাইট হয়ে যাবে। আর লাইট হয়ে গেলে প্রতি সপ্তাহে নিয়ম করে একবার বা দু’বার আলু বা শসা ব্যবহার করুন। এ ছাড়া আমার যেটা বলার আছে তা হলো, ডার্ক সার্কেলটাকে দূরে রাখার জন্য আমাদের প্রচুর পরিমাণে ফ্রেশ ফ্রুটস খেতে হবে, পানি খেতে হবে এবং পাশাপাশি অবশ্যই আমাদের নিয়মিত ঘুম ও রেস্ট নিতে হবে, দুশ্চিন্তা থেকে দূরে থাকতে হবে। তাহলে দেখব, ডার্ক সার্কেলটা আমাদের কাছে আর আসতে পারছে না। অনেকেই প্রশ্ন করেন_ চোখের নিচের কালো দাগের আসলেই কোনো চিকিৎসা আছে কি-না। এটা অত্যন্ত কঠিন একটি প্রশ্ন। আর এ প্রশ্নের উত্তর জানাতেই লিখেছেন মাহমুদুল্লা তারেক এটা অত্যন্ত কঠিন একটি প্রশ্ন৷ স্কিন বিশেষজ্ঞগণ এ ধরনের প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারেন না৷ কারণ আসলেই চোখের নীচের কালো দাগের কোন কার্যকর চিকিত্‍সা নেই৷ তবে ইদানিং কিছু কিছু আন্ডার আই ডিগিগুমেন্টেশন ক্রিম বা অয়েন্টমেন্ট পাওয়া যায়৷ এ ধরনের ক্রিম এক থেকে দু’মাস ব্যবহার করলে সুফল পাওয়া যায়৷ পাশাপশি অনেক ক্ষেত্রে অভিজ্ঞ ডার্মাটোলজিস্ট বা স্কিন বিশেষজ্ঞগণ চোখের নীচের কালো দাগ দুর করতে এক ধরনের স্পেশালাইজড কেমিক্যাল ব্যবহার করেন৷ এ ধরনের কেমিক্যাল অত্যন্ত সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হয়৷ তা না হলে চোখের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে৷ তবে চোখের নীচে কালোদাগ দুর করতে লেজার কোন ভাবেই ব্যবহার করা যায় না৷ এ ছাড়া চোখের নীচে কালোদাগ দুর করতে প্রচুর পরিমাণ পানি পান, সবুজ শাক-সবজি আহার এবং নিয়ম মাফিক ঘুমের অভ্যাস গড়ে তোলা ও মানসিক চাপ কমাতে হবে৷

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ