কাঁধের ব্যথা হলে

কাঁধের ব্যথা হলে By Health Info মাংশপেশী , হাড় Rating: পূর্ন বয়স্ক ব্যক্তির প্রতি পাঁচ জনের এক জন জীবনের যে কোন সময়ে কাঁধের ব্যথায় ভোগে। অল্প বয়স্কদের ব্যথার মূল কারণ হলো আঘাত এবং ব্যবহার জনিত ক্ষয় ও আঘাতের জন্য বয়স্কদের কাঁধে ব্যথা হয় । গঠনগতভাবে কাঁধ তিনটি হাড় দ্বারা গঠিত তিনটি জোড়ার সমন্বয়ে তৈরী এবং ত্রিশটি মাংসপেশী জোড়ায় বিভিন্ন ধরনের নড়াচড়া করায় । Full Story Printer Version মাংসপেশীর ব্যথা হলে By Health Info মাংশপেশী Rating: কখনো মাংসপেশীর ব্যথায় ভুগে কষ্ট পায়নি এ রকম মানুষ খুঁজে পাওয়া ভার, মানুষের শরীরের প্রত্যেকটি জয়েন্ট বা অস্থি-সন্ধি নড়াচড়ার ক্ষেত্রে মাংসপেশীর ভূমিকাই প্রধান। প্রত্যেকটি মাংসপেশীরই নির্দিষ্ট ফাংশন বা কাজ রয়েছে। মাংসপেশী যতক্ষণ কর্মক্ষম সবল থাকে মানুষ ততক্ষণ সুস্থ স্বাভাবিক কাজ করতে পারে। কিন্তু এই মাংসপেশীগুলো কর্মক্ষম থাকার জন্য প্রত্যেকবারই উচিত নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলা, অন্যথায় মাংসপেশীগুলো দুর্বল হয়ে মানুষ বিভিন্নরকম ব্যথায় ভুগে। পেশীবহুল শক্তসমর্থ শরীর গঠনের ক্ষেত্রেও মাংসপেশীর ভূমিকাই প্রধান। Full Story Printer Version ভিটামিন-সি মাংসপেশি বৃদ্ধি করে By Daily Naya Diganta মাংশপেশী Rating:

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ