কেন হয় স্তন ক্যান্সার?

কেন হয় স্তন ক্যান্সার? ব্রেস্ট ক্যান্সারের নির্দিষ্ট কোনো কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। তাই একাধিক কারণকে এ রোগের জন্য দায়ী বলে মনে করা হয়। স্তন ক্যান্সারের সবচেয়ে বড় দুটি রিস্ক ফ্যাক্টর হলো (১) সেক্স এবং (২) এজ। অর্থাৎ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মেয়েদের ব্রেস্ট ক্যান্সারের প্রবণতা বাড়ে। তবে শুধু মহিলাদের নয়, স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারেন পুরুষরাও। যদিও সংখ্যাতত্ত্বের নিরিখে ব্যাপারটাকে নগণ্য বলা যেতে পারে অনায়াসেই। স্তন ক্যান্সারের একটা সুবিধাজনক দিক হলো একদম প্রাথমিক অবস্থায় ধরা পড়লে (শরীরের অন্য কোথাও ছড়িয়ে না পড়লে) রোগ সারিয়ে তোলা যায় পুরোপুরিই। কিন্তু সচেতনতার অভাবে এখনো শুধুমাত্র ব্রিটেনের মতো উন্নত দেশেও ৪০ থেকে ৫০ বছর বয়সী মহিলাদের প্রতি ১২ জনের ১ জন মারা যান স্তন ক্যান্সারে। আমাদের দেশে এই সংখ্যটা যে বেশ কয়েকগুণ বেশি, সে কথা বলাই বাহুল্য। নিয়মিত সেল্ফ ব্রেস্ট এক্সামিনেশন বা নিজে স্তন পরীক্ষার অভ্যাস গড়ে তুলতে পারলে প্রাথমিক অবস্থায় স্তনের সমস্যা ধরা পড়ে এবং সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করলে অনেক জটিলতাই এড়ানো যেতে পারে।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ